পিপলস নিউজ রিপোর্ট: মহান বিজয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে খেলাধুলা, দৌড়, আলোচনা সভা ও সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ।
ঢাকা মেডিকেল কলেজ
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শহীদ ডা. ফজলে রাব্বি হলে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। কলেজের স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ম্যাচে মেডিকেলের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। খেলার আগে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহমেদ। এছাড়া সহকারী তত্ত্বাবধায়ক অধ্যাপক ডা. আহসান হাবীবও উপস্থিত ছিলেন। খেলাটি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
রংপুর মেডিকেল কলেজ
রংপুর মেডিকেল কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘ভিক্টরি রান উইথ আরপিএমসি শিবির’ শীর্ষক মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। সকাল সাতটায় শুরু হওয়া দৌড়ে বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নজরুল ইসলাম ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসাইন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি দেশপ্রেম জাগ্রত করতে সহায়ক।
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে জাতীয় পতাকা উত্তোলন, স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়। আলোচনা সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার গুরুত্ব তুলে ধরা হয়। শিক্ষার্থী ও শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ
শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। কলেজের ৫৫তম ও ৫৬তম ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৫৫তম ব্যাচ জয়লাভ করে এবং শিক্ষার্থী সৈকত বসু ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
রাজশাহী মেডিকেল কলেজ
রাজশাহী মেডিকেল কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে ‘ভিক্টরি রান উইথ আরএমসি শিবির’ শীর্ষক দৌড় কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলেজ ক্যাম্পাসে সকাল শুরু হওয়া দৌড়ে প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রথম দশজনকে মেডেল প্রদান করা হয়। আয়োজকরা জানান, বিজয় দিবসের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতেই এসব আয়োজন করা হয়েছে।






