পিপলস নিউজ রিপোর্ট: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সোমবার (১০ নভেম্বর) রাতে অধিদপ্তরের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে, যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট ৫ হাজার ১০০টি আসন রয়েছে। এছাড়া ঢাকা ডেন্টাল কলেজসহ ৮টি ইউনিটে বিডিএস কোর্সে ৫৪৫টি আসন রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভর্তি পরীক্ষার আবেদন ফি এক হাজার টাকা, যা কেবল প্রি-পেইড টেলিটক নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
সারাদেশে ১৭টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “যে কোনো কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পরীক্ষার্থীদের সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করবে।”






