কামরাঙ্গীরচরে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি, স্থানীয় জামায়াত নেতাদের পরিদর্শন

পিপলস নিউজ রিপোর্ট: রাজধানীর কামরাঙ্গীরচরে ‘ঢাকা ফাস্ট ফুড’ নামে এক রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কামরাঙ্গীরচর উত্তর থানার আমির মোহাম্মদ নাজমুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়া সাদ্দাম হোসেনকে নগদ অর্থ সহায়তা করেন।

এর আগে বুধবার (২৩ অক্টোবর) দুপুরে কোম্পানি ঘাট এলাকার ট্যানারি মোড়ে সানাই কমিউনিটি সেন্টারের সামনে ঢাকা ফাস্ট ফুডে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে যায় এবং আগুন নেভাতে গিয়ে সাদ্দাম হোসেন নামে একজন দগ্ধ হন।

নাজমুল হক দগ্ধ সাদ্দাম হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কামরাঙ্গীরচর উত্তর থানার বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ আলী, পশ্চিম রসুলপুর ওয়ার্ড সভাপতি মাওলানা মো. ইউনুস, কোম্পানী ঘাট ওয়ার্ড সেক্রেটারি খলিলুর রহমান এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। পরে সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় সাদ্দাম হোসেনকে।

পরিদর্শনের সময় নাজমুল হক ঢাকা ফাস্টফুডের মালিক মো. সজীব সরদারের সঙ্গে দেখা করে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেন।

আল্লাহ মানুষকে পরীক্ষা করতে বিপদ-আপদ দিয়েথাকেন জানিয়ে নাজমুল হক বলেন, ‘এ সময় আমাদের উচিত ধৈর্য ধারণ করা এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করা। বাংলাদেশ জামায়াতে ইসলামী যে কোনো দুর্ঘটনা বা দুর্যোগে সাধারণ মানুষের বিপদ-আপদে পাশে থাকে। আমিরে জামায়াত প্রতিটি বড় দুর্ঘটনায় সবার আগে সেখানে উপস্থিত হন এবং সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করেন। আমরাও সে ধারাবাহিকতায় ‘কামরাঙ্গীরচর উত্তর থানা’ আপনাদের পাশে আছি।’

তিনি আরও আশ্বাস দেন যে, সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্তদের জন্য সহযোগিতা নিশ্চিত করা হবে।

স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন ও সহানুভূতি প্রকাশ করায় ঢাকা ফাস্টফুডের মালিক মো. সজীব সরদার কৃতজ্ঞতা প্রকাশ করেন। দগ্ধ সাদ্দাম হোসেনও সংগঠনের সহায়তায় সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *