ইসরায়েলের বাধা সত্ত্বেও গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’

ছবি: সংগৃহীত

পিপলস নিউজ রিপোর্ট: ইসরায়েলের নানা বাধা উপেক্ষা করে ফিলিস্তিনের গাজা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। গতকাল বুধবার রাতে ভূমধ্যসাগরে গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে থাকা অবস্থায় বহরটিকে থামিয়ে দেয় ইসরায়েলি বাহিনী।

আল-জাজিরার খবরে জানা যায়, নৌবহর থেকে আটক ফিলিস্তিনপন্থী অধিকারকর্মীরা আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের মধ্যে ইসরায়েলের আশদোদ বন্দরে পৌঁছতে পারেন। তবে সবাই একসঙ্গে পৌঁছাবেন না। সবার বন্দরে পৌঁছতে পুরো দিনও লেগে যেতে পারে বলে জানানো হয়েছে। আশদোদ বন্দরটি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে।

ইসরায়েলি বাহিনী অন্তত আটটি নৌযান থামিয়ে দেয়। এগুলো হলো—দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা ও গ্রান্ডি ব্লু। তবে রয়টার্সের খবরে বলা হয়েছে, ১৩টি নৌযান আটকানো হয়েছে। সেসব নৌযানে থাকা দুই শতাধিক অধিকারকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, যাঁরা ৩৭টি দেশের নাগরিক।

আটকদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হামাস–সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদে থামিয়ে দেওয়া হয়েছে এবং গ্রেটা ও তাঁর সঙ্গীরা নিরাপদে আছেন।

তবে ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, বাধা সত্ত্বেও গাজার মানুষের জন্য ত্রাণ পৌঁছানোর এই অভিযাত্রা থেমে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *