পিপলস নিউজ রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই রোডম্যাপ ঘোষণা করা হবে।
আজ বুধবার (২৭) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচনী কর্মপরিকল্পনা অনুমোদন দেওয়া হয়।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়েছে, এখন শুধু টাইপিংয়ের কাজ চলছে। অন্যদিকে সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানা নিয়ে আজ বিকেলে শুনানি শেষ হচ্ছে। শুনানি শেষে ইসি সিনিয়র সচিব আকতার আহমেদ এ বিষয়ে ব্রিফ করবেন।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, “আমরা ব্রিফিংয়ে আসব। তখন সীমানার শুনানির বিষয়টির পাশাপাশি কর্মপরিকল্পনার বিষয়টিও জানানো হবে।”
এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ও কর্মকর্তারা বৈঠক করে কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করেন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, বিস্তারিত কর্মপরিকল্পনা নিয়ে সচিব ব্রিফ করবেন।
গত ১৮ আগস্ট ইসি’র সিনিয়র সচিব জানিয়েছিলেন, নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া তৈরি করা হয়েছে, যা কমিশনের অনুমোদনের পর ঘোষণা করা হবে।