দেশে প্রথমবার জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু ১২ অক্টোবর

পিপলস নিউজ রিপোর্ট: আগামী ১২ অক্টোবর থেকে দেশে প্রথমবারের মতো জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে সই করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক, শিশু ও কিশোরস্বাস্থ্যের (এমএনসিএন্ডএএইচ) লাইন ডিরেক্টর ডা. এসএম আব্দুল্লাহ্-আল-মুরাদ।

এর আগে চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে এই কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে প্রশাসনিক প্রস্তুতির ঘাটতি ও পূজার ছুটির কারণে তা পিছিয়ে দেওয়া হয়। পরে গত ১৪ আগস্ট স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭১তম ইন্টার-এজেন্সি কো-অর্ডিনেশন কমিটির (আইসিসি) সভায় নতুন তারিখ ১২ অক্টোবর নির্ধারণ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ক্যাম্পেইনের প্রথম ১০ দিন দেশের স্কুল ও মাদ্রাসায় ক্যাম্প করে এবং পরবর্তী ৮ দিন ইপিআই সেন্টারে টিকা দেওয়া হবে। এক ডোজ টিকা শিশুকে ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় বাংলাদেশে আনা হয়েছে এ ভ্যাকসিন।

নিবন্ধন পদ্ধতি

শিশুর টিকা নিতে অভিভাবকদের যেতে হবে https://vaxepi.gov.bd/registration/tcv

  • নিবন্ধনের জন্য প্রয়োজন হবে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর।
  • জন্ম নিবন্ধন না থাকলে বাবা–মায়ের মোবাইল নম্বর দিয়েও নিবন্ধন করা যাবে।
  • নিবন্ধনের পর জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে।
  • টিকাদান কেন্দ্রে গেলে এই কার্ড সঙ্গে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *