বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নার্স নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ

পিপলস নিউজ রিপোর্ট: সিনিয়র স্টাফ নার্স নিয়োগের জন্য বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। ৮০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে দিবে বিএমইউ। সোমবার (১১ আগস্ট) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী শুক্রবার (১৫ আগস্ট) থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেধার ভিত্তিতে ৯৩% নিয়োগ দেওয়া হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫%, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১% কোটা সংরক্ষিত থাকবে।

পদের বিবরণ:

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স

পদসংখ্যা: ৮০০

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং (বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে)

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছরবেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা

আবেদন ফি: ৫০০ টাকা

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন করার সময় পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষরের ছবি, আবেদন ফি জমার রসিদ এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র আপলোড করতে হবে।আবেদন শেষে প্রদত্ত ট্র্যাকিং নম্বর ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে, যা পরবর্তী সময়ে প্রবেশপত্র ডাউনলোডসহ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

পরীক্ষার সময়সূচি ও অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে জানানো হবে। বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

প্রার্থীদের প্রতি নির্দেশনা—

প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো সনদ আপলোড বা দাখিল করতে হবে না। তবে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সময় আবেদনে উল্লিখিত তথ্যের সমর্থনে নিম্নলিখিত সনদের মূল কপি দেখাতে হবে এবং এক সেট ফটোকপি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) অফিসে জমা দিতে হবে। এগুলো হলো:

*সব শিক্ষাগত যোগ্যতার সনদ;*বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ;

*জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ;

*ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপোরেশন/পৌরসভার চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ;

*চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র;

*মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *