পিপলস নিউজ রিপোর্ট: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। ইসলামী সংগীতশিল্পী ও গীতিকার সাইফুল্লাহ মানসুরের সঞ্চালনায় সাইমুম শিল্পীগোষ্ঠী আয়োজনটি পরিচালনা করে। বিভিন্ন বিভাগ ও মহানগরের সাংস্কৃতিক দলগুলোরও অংশগ্রহণ রয়েছে।
শুক্রবার সন্ধ্যা থেকেই রাজধানীমুখী যাত্রা শুরু করেন দলটির নেতা-কর্মীরা। আজ সকাল থেকে হাজার হাজার নেতা-কর্মী মিছিলসহকারে সমাবেশস্থলে যোগ দেন। এতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় উদ্যান। আশপাশের রাস্তাঘাটেও সমর্থকদের ভিড় লক্ষ করা যায়।
দলটির শীর্ষ পর্যায়ের নেতারা জানিয়েছেন, এটাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের প্রথম জাতীয় সমাবেশ। তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন, মৌলিক সংস্কার এবং গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ছাত্রলীগ ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) হামলার ঘটনার প্রেক্ষাপটে এই সমাবেশ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।সমাবেশে সাত দফা দাবি তুলে ধরা হচ্ছে, যার মধ্যে রয়েছে:অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনসবার জন্য সমান রাজনৈতিক সুযোগ নিশ্চিতকরণসংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনজুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নমৌলিক রাজনৈতিক সংস্কার
এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জামায়াত জানায়, সমাবেশে বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত নেতারাও সেখানে বক্তব্য রাখবেন।






