৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ: উত্তীর্ণ ৫,২০৬ চিকিৎসক প্রার্থী

পিপলস নিউজ রিপোর্ট: চিকিৎসক নিয়োগে অনুষ্ঠিত ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ২০৬ জন প্রার্থী।

রোববার (২০ জুলাই) রাত পৌনে বারোটার দিকে পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উত্তীর্ণদের মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী রয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

এর আগে, গত শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেন মোট ৪১ হাজার ২৫ জন চিকিৎসক প্রার্থী।

চলতি বছরের ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগের কথা জানানো হয়, যার মধ্যে সহকারী সার্জনের ২ হাজার ৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জনের ৩০০টি শূন্যপদ রয়েছে।

এর আগে অনুষ্ঠিত বিশেষ ৩৯তম ও ৪২তম বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছিল কমিশন।প্রসঙ্গত, পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *