পিপলস নিউজ রিপোর্ট: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ থেকে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরে যোগদান করে আলোচনায় এসেছেন আবরার ফারাবী নামের এক শিক্ষার্থী। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তিনি নিজেই বিষয়টি স্বীকার করে বলেন, ‘২০২২ সালে শিবিরে যুক্ত হই, তার আগে ছাত্রলীগ করতাম।’ফারাবী আরও বলেন, “ছাত্রলীগে থাকাকালীন অনেক কিছু কাছ থেকে দেখেছি। পরে নিজের চিন্তাচেতনা, আদর্শ ও বিশ্বাসের জায়গা থেকে ছাত্রশিবিরে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিই।”
তার এই রাজনৈতিক পালাবদল নিয়ে ইতিমধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও অনলাইনে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। কেউ কেউ একে ‘অবিশ্বাস্য পরিবর্তন’ হিসেবে দেখলেও, অনেকে বলছেন, আদর্শগত উপলব্ধি থেকেই এই রকম সিদ্ধান্ত নেয়া যেতে পারে।
বিশ্ববিদ্যালয়ের রাজনীতি সংশ্লিষ্টরা বলছেন, এরকম দলবদলের ঘটনা নতুন নয়, তবে একসময় ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত কেউ শিবিরের মতো প্রতিপক্ষ সংগঠনে নেতৃত্ব দেওয়ার ঘটনা বিরল।চবি প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।