পিপলস নিউজ রিপোর্ট: ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে (এসএসএমসি) এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমের বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত মেধাক্রম ও নির্ধারিত তারিখ অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজের নতুন ভবনের গ্যালারি-০১–এ ভর্তি কার্যক্রম চলবে।
প্রকাশিত সূচি অনুযায়ী, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রথম দিনে এমবিবিএস মেধাক্রম ২২৭ থেকে ২৭৩ এবং বিডিএস মেধাক্রম ১৩৮৬, ৩৪৫৫ ও ৫১৮৫ থেকে ৫২২৫ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে। বুধবার (৩১ ডিসেম্বর) এমবিবিএস মেধাক্রম ২৭৪ থেকে ৩২৭ এবং বিডিএস মেধাক্রম ৫২২৭ থেকে ৫২৭৪ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
পরবর্তী সময়ে বৃহস্পতিবার (১ জানুয়ারি) এমবিবিএস মেধাক্রম ৩২৮ থেকে ৩৭৫, রবিবার (৪ জানুয়ারি) মেধাক্রম ৩৭৬ থেকে ৪২১ এবং সোমবার (৫ জানুয়ারি) মেধাক্রম ৪২২ থেকে ৪৬৮ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
নির্ধারিত সময়সূচির মধ্যে যারা ভর্তি হতে পারবেন না, তারা ৬ জানুয়ারি অফিস চলাকালীন সময়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
ভর্তির সময় শিক্ষার্থীদের অনলাইনে পূরণ করা আবেদনপত্রের স্টুডেন্ট কপি ও অ্যাডমিট কার্ড (রঙিন), এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট ও সনদ, নাগরিক সনদ, সদ্য তোলা চার কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজন অনুযায়ী মুক্তিযোদ্ধা সনদ জমা দিতে হবে। এছাড়া উপার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ ও জেলা প্রশাসকের সনদ, অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ বা জেলা প্রশাসক এবং অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্রপ্রধান ও সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার প্রদত্ত সনদ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে দ্বিতীয়বার মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে পূর্ববর্তী কলেজের অধ্যক্ষের অনুমতিপত্র সঙ্গে আনতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি সংক্রান্ত সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং নির্ধারিত তারিখে শিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিত থাকা বাধ্যতামূলক।






