পিপলস নিউজ রিপোর্ট: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
আজ রবিবার (৩ আগস্ট) থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞান ইউনিটে অধিভুক্ত সাত কলেজে বিপুলসংখ্যক আসন ফাঁকা রয়েছে। কলেজভিত্তিক আসনসংখ্যা হলো:
ঢাকা কলেজ: ৭৭৫
টিইডেন মহিলা কলেজ: ৮৭৬টি
সরকারি তিতুমীর কলেজ: ৮২০টি
সরকারি বাঙলা কলেজ: ৭১১টি
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ: ৫৭৬টি
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ: ৫২০টি
কবি নজরুল সরকারি কলেজ: ৪৯৫টি
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আবেদন প্রক্রিয়া পরিচালিত হবে https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা, যা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে পরিশোধ করা যাবে।
যোগ্যতা অনুযায়ী, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে এসএসসি/সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে যারা এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আবেদন প্রত্যাহার করলে ফি ফেরত দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী:
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২২ আগস্ট (শুক্রবার), বিকেল ৩টা থেকে ৪টা
বিজ্ঞান ইউনিট: ২৩ আগস্ট (শনিবার), সকাল ১১টা থেকে ১২টা
ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৩ আগস্ট (শনিবার), বিকেল ৩টা থেকে ৪টা
আগামী ১৭ আগস্ট থেকে প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং ২০ আগস্ট থেকে আসন বিন্যাস প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।