পিপলস নিউজ রিপোর্ট: টানা তিনটি আন্তর্জাতিক সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবারের এশিয়া কাপ অভিযানে নামে বাংলাদেশ। গ্রুপপর্বে হংকংকে হারিয়ে শুভসূচনা করলেও, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হার টাইগারদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। এ হারের ফলে লিটন-মুস্তাফিজদের সুপার ফোরে ওঠার পথ কঠিন হয়ে পড়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) কলম্বোয় অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৫৩ রানে ৫ উইকেট হারানো দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন জাকের আলি ও শামিম হোসেন। তবে তাদের সংগ্রহ করা ১৪০ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে যায় লঙ্কানরা।
এ অবস্থায় দুই ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। সমান ২ পয়েন্ট থাকলেও নেট রানরেটে এগিয়ে থেকে শীর্ষে আফগানিস্তান এবং দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা।
বাংলাদেশের সামনে এখন কেবল একটিই সমীকরণ—আগামী ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে জয়। সেইসঙ্গে শ্রীলঙ্কার কাছ থেকেও আশা করতে হবে আফগানদের হার। তাতে বাংলাদেশ ৪ পয়েন্টে পৌঁছাবে, শ্রীলঙ্কা পাবে ৬ পয়েন্ট এবং আফগানিস্তান বিদায় নেবে ২ পয়েন্ট নিয়েই। তবে আফগানিস্তানের কাছে হেরে গেলে কার্যত শেষ হয়ে যাবে বাংলাদেশের সুপার ফোরের স্বপ্ন।
আরেকটি অঘটনের সম্ভাবনাও বাকি—যদি হংকং শ্রীলঙ্কাকে হারায় এবং আফগানিস্তানও লঙ্কানদের হারায়, তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্ট সমান হবে। সে ক্ষেত্রে সুপার ফোরে কে যাবে তা নির্ভর করবে নেট রানরেটের ওপর।
সব মিলিয়ে বলা যায়, টাইগারদের ভাগ্য এখন অনেকটাই নির্ভর করছে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে জয় এবং অন্য ম্যাচগুলোর ফলাফলের ওপর। দেখা যাক, কঠিন সমীকরণ মিলিয়ে শেষ পর্যন্ত সুপার ফোরে জায়গা করে নিতে পারে কিনা বাংলাদেশ।