পিপলস নিউজ রিপোর্ট: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যা আগামী পাঁচ দিনেও থামার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শুক্রবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আগামীকাল শনিবার (১৯ জুলাই) একই ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (২০ জুলাই) এবং সোমবার (২১ জুলাই) পর্যন্তও একই ধারা বজায় থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে, যা নগরজীবনে জলাবদ্ধতা ও গ্রামীণ জনপদে দুর্ভোগ বাড়াতে পারে।মঙ্গলবার (২২ জুলাই) পর্যন্তও দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকবে। তবে তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হবে না বলে জানা গেছে।
আবহাওয়ার বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সামনের দিনগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। ফলে নদীভাঙন, পাহাড়ি ধস কিংবা শহরাঞ্চলে জলাবদ্ধতা পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আবহাওয়া অধিদপ্তরের এ পূর্বাভাসের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রশাসন ও নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।