শুক্রবার অনুষ্ঠিত হবে চিকিৎসকদের বিশেষ বিসিএস, নিয়োগ পাবেন তিন হাজার

পিপলস নিউজ রিপোর্ট: চলমান চিকিৎসক সংকট মোকাবিলায় আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে চিকিৎসকদের জন্য বিশেষভাবে আয়োজিত ৪৮তম বিসিএস পরীক্ষা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আয়োজিত এই পরীক্ষায় মোট তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষাটি হবে আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। লিখিত পরীক্ষাটি হবে এমসিকিউ পদ্ধতিতে, যার মোট নম্বর ২০০। পরে মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

এমসিকিউ অংশে দুটি বিভাগ থাকবে—মেডিকেল সায়েন্স ও সাধারণ বিষয়াবলি। মেডিকেল সায়েন্সে থাকবে ১০০ নম্বর এবং সাধারণ বিষয়াবলি অংশে বাংলায় ২০, ইংরেজিতে ২০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, মানসিক দক্ষতায় ১০ এবং গাণিতিক যুক্তিতে ১০ নম্বর বরাদ্দ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে নির্ধারিত কেন্দ্রে প্রবেশ করতে হবে। সাড়ে ৯টার পর কোনোভাবেই কেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষার হলে প্রবেশপত্র ও কালো কালির বলপেন ছাড়া অন্য কোনো সামগ্রী, বিশেষ করে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না। নিষিদ্ধ সামগ্রী বহন করলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিএসসি জানিয়েছে, এই বিশেষ বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন পদে ২ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

চিকিৎসক সংকট নিরসনের লক্ষ্যে শুধু চিকিৎসকদের জন্যই এই বিশেষ বিসিএসের আয়োজন করেছে পিএসসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *