পিপলস নিউজ রিপোর্ট: রংপুর মেডিকেল কলেজ (রমেক) ছাত্রশিবিরের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ‘ভিক্টরি রান উইথ আরপিএমসি শিবির’ শীর্ষক দৌড় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটায় কলেজ ক্যাম্পাস থেকে শুরু হওয়া এ মিনি ম্যারাথনে বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
দৌড়ের সময় শিক্ষার্থীরা ‘দিল্লি না ঢাকা’, ‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না’ স্লোগান প্রদান করে দেশপ্রেমের বার্তা জানায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নজরুল ইসলাম, যিনি বলেন, “পঞ্চান্নতম মহান বিজয় দিবস উপলক্ষে কলেজে আয়োজিত কর্মসূচির মধ্যে ভিক্টরি রান একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি দেশপ্রেম জাগ্রত করে।”
উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসাইন বলেন, “বিজয়ের দিনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।”
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি নুরুল হুদা বলেন, “সাম্প্রদায়িক বিভাজন রোধে আমরা ঐক্যবদ্ধ থাকব। বাংলাদেশ বাংলাদেশের মানুষের।”
রমেক প্রতিনিধি মোহাম্মদ শাওন বলেন, “স্বাধীনতার এত বছর পরও বিচারহীনতা চলছে, কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ছাত্রসমাজ অতীতের মতো প্রতিরোধ গড়ে তুলবে।”
এছাড়া বিজয় দিবস উপলক্ষে কলেজে রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে তাদের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে স্বাধীন ও বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।






