মুরাদনগরে শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

মুরাদনগর প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে শহীদ শরীফ মো. ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিপ্লবী ছাত্র-জনতা।

রোববার (১১ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে মুরাদনগর ডি আর হাইস্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়। বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এই মিছিল উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আল্লাহু চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশ নেওয়া ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল— ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘ইনকিলাব ইনকিলাব’, ‘হাদি ভাই কবরে, খুনি কেন বাইরে’ এবং ‘দালালি না আজাদি’।

বিক্ষোভ সমাবেশে ছাত্র-জনতার পক্ষে বক্তব্য দেন বাঈজিদ সরকার রুদ্র, জানে আলম ও ইমরান সরকার। বক্তারা বলেন, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে ছাত্রসমাজ গভীরভাবে মর্মাহত। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তাঁরা বলেন, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে হাদির অবস্থান ছিল আপসহীন। তাঁর হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান বক্তারা। একই সঙ্গে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণাও দেন তাঁরা।

বিক্ষোভ সমাবেশে সানি সরকার, আব্দুল জলিল মুন্সি, তাওহীদ আহমেদ তুহিন, তামীম, নেয়ামুল হাসান শিহাব, আশিক আহমেদ, মেরাজ হোসেন মাহি, নাঈম সরকার, সাজ্জাদ খান শান্ত, রাজু আহমেদসহ বিপুলসংখ্যক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

আব্দুল জলিল মুন্সী/ টিআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *