মিটফোর্ডে সোহাগ হত্যা: মাহিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

পিপলস নিউজ রিপোর্ট: রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার মামলায় গ্রেপ্তার মাহমুদুল হাসান মহিনকে পুনরায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পুলিশের রিমান্ড আবেদন শুনানি শেষে এ আদেশ দেন বিচারক। পুলিশ মাহিনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলেও আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলোচিত এই হত্যাকাণ্ডের মামলায় এখন পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন—মো. নান্নু কাজী, সজীব ব্যাপারী, রাজীব ব্যাপারী, টিটন গাজী, মাহমুদুল হাসান মহিন, তারেক রহমান রবিন, আলমগীর ও মনির ওরফে ছোট মনির।

এর মধ্যে অন্যতম প্রধান আসামি মো. নান্নু কাজীকে নারায়ণগঞ্জ থেকে সোমবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি নেত্রকোনা থেকে গ্রেপ্তার হন দুই ভাই রাজীব ও সজীব ব্যাপারী। মঙ্গলবার তাঁদেরও পাঁচ দিনের রিমান্ডে পাঠান আদালত।

এর আগে রোববার আলমগীর ও ছোট মনিরকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। আর শনিবার পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয় গ্রেপ্তার আসামি মো. টিটন গাজীকে।প্রসঙ্গত, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে লাল চাঁদকে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। পরদিন নিহতের বোন মঞ্জুয়ারা বেগম রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫-২০ জনকে আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *