বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে সিএমএইচে স্বাস্থ্য উপদেষ্টা

পিপলস নিউজ রিপোর্ট: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শনে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

শনিবার (২৬ জুলাই) সকালে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রোগীদের চিকিৎসাসেবার সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

সিএমএইচে বর্তমানে বিমান দুর্ঘটনায় আহত আটজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যেকের শয্যাপাশে গিয়ে উপদেষ্টা নূরজাহান বেগম তাদের মনোবল বাড়াতে কথা বলেন এবং স্বজনদের সঙ্গে মানবিকভাবে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।’

তিনি সিএমএইচ কর্তৃপক্ষের তাৎক্ষণিক সাড়া ও দক্ষ ব্যবস্থাপনার প্রশংসা করেন। একইসঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর রাজধানীর সাতটি সরকারি ও বেসরকারি হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (২৬ জুলাই) বিকেল ৪টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে বলা হয়, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে, চিকিৎসাধীন রয়েছেন আরও ৪৮ জন।

এর মধ্যে সবচেয়ে বেশি ভর্তি রয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে— সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৩৮ জন, মৃত্যু হয়েছে ১৭ জনের।

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি রয়েছেন ৮ জন, মৃত্যু হয়েছে ১৫ জনের।
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ভর্তি, তবে মৃত্যু নেই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোনো রোগী ভর্তি না থাকলেও মৃত্যু হয়েছে ১ জনের।
লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে এক গর্ভবতী নারীর ভ্রূণ মারা গেছে।
ইউনাইটেড হাসপাতালে একজনের মৃত্যু হলেও কোনো রোগী ভর্তি নেই।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে একজন চিকিৎসাধীন, তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *