পিপলস নিউজ রিপোর্ট: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে যান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
আজ শনিবার (২৬ জুলাই) রাতে তিনি হাসপাতালে পৌঁছান এবং আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এই সময় রাষ্ট্রদূত আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে চীন জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে দুর্ঘটনায়। ইউন্নান প্রদেশের পররাষ্ট্রবিষয়ক কার্যালয় ও চীনের উহান থার্ড হাসপাতালের পক্ষ থেকে সরবরাহ করা দুই হাজারের বেশি ওষুধ ও অস্ত্রোপচারের সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।
চীন সরকারের দেওয়া এই সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশের এই শোকের সময়ে চীন বন্ধু হিসেবে পাশে আছে এবং ভবিষ্যতেও বাংলাদেশের প্রয়োজনে সহায়তা অব্যাহত রাখবে।’
এর আগে গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় স্কুল প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। দুর্ঘটনার ভয়াবহতা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। আহত অবস্থায় এখনও ৫১ জন চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরদিন ২২ জুলাই সরকার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এদিন দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সব ধর্মীয় উপাসনালয়ে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে ভারত, পাকিস্তান, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশ। ২১ জুলাই সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ও ফেসবুকে শোকবার্তা প্রকাশ করে তারা।