বিএমইউতে ক্যান্সার জেনেটিক টেস্ট ও কাউন্সেলিং বিষয়ক বিশেষ লেকচার অনুষ্ঠিত

পিপলস নিউজ রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘ক্যান্সার জেনেটিক টেস্ট ও কাউন্সেলিং: ধারণা, প্রয়োগ ও ক্লিনিক্যাল ব্যাখ্যা’ শীর্ষক এক বিশেষ লেকচার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিএমইউ’র ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্যান্সার রোগ শনাক্তকরণ ও ব্যক্তি-ভিত্তিক চিকিৎসায় জেনেটিক টেস্টিং ও কাউন্সেলিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং মলিক্যুলার অনকোলজিস্ট ড. মুস্তাক ইবনে আয়ুব।

লেকচার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএমইউ’র ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।

অধ্যাপক হাওলাদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণা ও শিক্ষা কার্যক্রমে যৌথ সহযোগিতার সুযোগ রয়েছে। এ ধরনের উদ্যোগ বাংলাদেশের ক্যান্সার গবেষণা, জেনেটিক কাউন্সেলিং ও পার্সোনালাইজড থেরাপিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

লেকচার অনুষ্ঠানে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের শিক্ষক, রেসিডেন্ট চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *