অত্যাবশ্যকীয় নয় ধরনের ওষুধের দাম কমালো সরকার, সাশ্রয় হবে ১১৬ কোটি টাকা

পিপলস নিউজ রিপোর্ট: সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) অত্যাবশ্যকীয় ৯ ধরনের ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে সরকারের প্রায় ১১৬ কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ বুধবার (১৩ আগস্ট) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা। তিনি জানান, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়। যেসব ওষুধের দাম কমানো হয়েছে, তার মধ্যে রয়েছে ট্যাবলেট, ক্যাপসুল, ওরস্যালাইন ও ইনজেকশন।

সামাদ মৃধা বলেন, “উৎপাদন বাড়াতে ও প্রতিষ্ঠানকে লাভজনক করতে সিন্ডিকেট ভেঙে দেওয়া, দুর্নীতি দমন এবং প্রায় ৭০০ অপ্রয়োজনীয় কর্মচারী ছাঁটাইসহ বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে উৎপাদন বেড়েছে প্রায় ৫৯ কোটি টাকার সমপরিমাণ। কাঁচামাল কেনার দরপত্র উন্মুক্ত করার কারণে প্রতি মাসে প্রায় ১৮ কোটি টাকা সাশ্রয় হচ্ছে।”

তিনি আরও জানান, ভবিষ্যতে ইডিসিএল-এর অধীনে নতুন দুটি প্ল্যান্ট স্থাপন করা হবে। এর মধ্যে একটি হবে ভ্যাকসিন উৎপাদনমুখী বায়োটেক প্ল্যান্ট, যেখানে ইনসুলিনসহ অন্যান্য বায়োলজিক্যাল পণ্য উৎপাদন করা হবে। পাশাপাশি নিজেদের কারখানায় উৎপাদন বাড়িয়ে সরকারি চাহিদা ৭০ শতাংশ থেকে ৯০ শতাংশে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *