পিপলস নিউজ রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কারণ দর্শানোর (শোকজ) নোটিশ হাতে পাওয়ার পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরবেন এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেবেন আলোচিত চিকিৎসক মুহাম্মদ জাহাঙ্গীর কবির। কারণ বিএমডিসির অভিযোগ করা ডিগ্রি তিনি ব্যবহার করছেন না।
সম্প্রতি বিএমডিসির পাঠানো শোকজের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবির এসব কথা বলেন।
ভিডিও বার্তায় ডা. জাহাঙ্গীর কবির জানান, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ২০০০ সালে আমি এমবিবিএস পাস করেছি, এটা আমি সব সময় বলি।
এতে দেখা যায়, প্রেসক্রিপশন উঁচিয়ে তিনি বলছেন, ‘এটা বহু লোকের কাছে আছে, কারণ আমি দীর্ঘদিন ধরে চিকিৎসক হিসেবে কাজ করছি। আজকেও অনেকগুলো রোগী দেখেছি। আমার চিকিৎসাপত্রে শুধু এমবিবিএস ডিগ্রি আর রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে।’
ডা. জাহাঙ্গীর কবির জানান, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর শোকজের বিষয়ে তিনি জানতে পারেন। তবে প্রকাশিত সংবাদের বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেন। কারণ এর সত্যতা কতটুকু, এ ব্যাপারে নিশ্চিত নন। কারণ শোকজ নোটিশ তখনো হাতে পাননি তিনি।
যাচাই-বাছাই ছাড়াই বিএমডিসি শোকজ নোটিশ পাঠিয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘জ্ঞানত আমি চিকিৎসাপত্রে কখনো এফসিপিএস লিখি না। এটি একটি ভুয়া ও বানোয়াট তথ্য। হতে পারে, অনেক ভুয়া পেজ আছে আমার নামে। প্রতারক চক্র বিভিন্ন ওষুধ বিক্রি করে, আমার ছবি ও ভিডিও ব্যবহার করে এবং সেখানে তারা নানা বাহারি ডিগ্রি আমার নামের পাশে জুড়ে দেয়। বিএমডিসির উচিত, কাউকে কোনো সংবাদ দেওয়ার আগে, কোনো চিঠি পাঠানোর আগে বা কোনো নোটিশ জারি করার আগে এসব বিষয় তদন্ত করে দেখা।’
ভিডিও বার্তায় তিনি তাঁর দর্শকদের উদ্দেশে বলেন, ‘যেহেতু আমি বিষয়টি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি, তাই আপনাদেরও সতর্ক করছি। অফিসিয়ালি শোকজ নোটিশ পাওয়ার পর এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেবো। যদি বিষয়টি সত্য হয়, তাহলে এর বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান তুলে ধরবো এবং প্রয়োজনে আইনি যেসব পদক্ষেপ নেওয়া যায়, নেবো।’






