পিপলস নিউজ রিপোর্ট: আন্তর্জাতিক তরুণ গবেষকদের জন্য তিন মাসের গবেষণার সুযোগ দিচ্ছে জার্মানির বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ম্যাক্স প্ল্যাঙ্ক সোসাইটি। ‘ম্যাক্স প্ল্যাঙ্ক ডকেট স্কলারশিপ ২০২৬’-এর আওতায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের তরুণ গবেষকেরা আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৫।
স্কলারশিপের মেয়াদ ও সুযোগ-সুবিধা:
আগামী ৫ জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২৬ সাল পর্যন্ত তিন মাসের জন্য এই স্কলারশিপ প্রদান করা হবে।
এই সময়ের মধ্যে নির্বাচিতরা ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন।
সুবিধাগুলো হলো:
মাসিক ভাতা (জীবনযাত্রার ব্যয় নির্বাহে)
জার্মানিতে যাতায়াতের বিমান ভাড়া
আবাসনের খরচ
গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থ
আবেদন ফি নেই
আবেদনের যোগ্যতা:
বিশ্বের যেকোনো দেশের প্রার্থী আবেদন করতে পারবেন
আবেদনকারীকে জার্মানির ফ্রাঙ্কফুর্টের বাইরে বসবাসরত তরুণ গবেষক হতে হবে
লাতিন আমেরিকার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
গবেষণা প্রস্তাবের বিষয়বস্তু হতে হবে ঔপনিবেশিক আইন (Colonial Law) সম্পর্কিত
আবেদনপত্র ইংরেজি বা স্প্যানিশ ভাষায় জমা দিতে হবে
প্রয়োজনীয় নথিপত্র:
জীবনবৃত্তান্ত (CV)
গবেষণা প্রকল্পের বিবরণমোটিভেশন লেটার
আবেদন প্রক্রিয়া:
আবেদন করা যাবে অনলাইনে। বিস্তারিত তথ্য ও আবেদন করতে ভিজিট করুন:
Max Planck Docket Scholarship 2026