ডলারের বিপরীতে আরও শক্তিশালী হচ্ছে আফগান মুদ্রা

পিপলস নিউজ রিপোর্ট: আরও শক্তিশালী হচ্ছে আফগানিস্তানের মুদ্রা ‘আফগানি’। গত এক বছরে মার্কিন ডলারের বিপরীতে আফগান মুদ্রার মান ০.৭৯ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘দা আফগানিস্তান ব্যাংক’।

বৃহস্পতিবার (২৪ জুলাই) কাবুলে সরকারের তথ্য ও গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাংকের প্রথম সহকারী প্রধান সিদ্দীকুল্লাহ খালিদ।
তিনি জানান, বর্তমানে ১ মার্কিন ডলারের বিপরীতে আফগানি মুদ্রার মান দাঁড়িয়েছে ৬৯ আফগানি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২২ টাকা।

সংবাদ সম্মেলনে সিদ্দীকুল্লাহ বলেন, ‘বাজারে মুদ্রা সরবরাহ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদ্যুতিক লেনদেন বৃদ্ধি—সবকিছু মিলিয়ে আফগানিস্তানের আর্থিক খাত এখন আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল।’

তিনি জানান, গত এক বছরে ৪৮৬ কোটি ৭৮ লাখ দুই হাজার আফগানি মূল্যের পুরোনো নোট ধ্বংস করে চার হাজার ১৫১ কোটি আফগানি মূল্যের নতুন নোট বাজারে সরবরাহ করা হয়েছে।

এছাড়া, দেশের বৈদ্যুতিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে দুাই হাজার ৫৪২ কোটি আফগানি, যা এক হাজার ৪৪৫ হিজরি সনের তুলনায় ৮৬ শতাংশ বেশি। এ সময় আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট নয় হাজারের বেশি অভিযোগও নিষ্পত্তি করা হয়েছে বলে জানান তিনি।

আফগানি মুদ্রার স্থিতিশীলতার পেছনে কেন্দ্রীয় ব্যাংকের ভারসাম্যপূর্ণ ও যুক্তিসম্মত আর্থিক নীতিমালাকে কৃতিত্ব দেন সিদ্দীকুল্লাহ খালিদ।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট অর্থের পরিমাণ ৪৬ হাজার ৩৫ কোটি এবং বাজারে চলমান অর্থের পরিমাণ ৩৮ হাজার ৮০৩ কোটি আফগানি। ব্যাংকের নগদ ব্যবস্থাপনা সফল বলেই এই কাঠামো বজায় রাখা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সাফল্য এসেছে। এছাড়া ব্যাংক হিসাব থেকে উত্তোলনের সীমা পুনর্নির্ধারণ করে আফগানি হিসাবে সাপ্তাহিক ৩.৫ লাখ ও মাসিক ১০ লাখ, এবং ডলারি হিসাবে সাপ্তাহিক পাঁচ হাজার ও মাসিক ১৫ হাজার ডলার উত্তোলনের সুযোগ রাখা হয়েছে।

আর্থিক সহায়তা কার্যক্রমে ৭১ শতাংশ বৃদ্ধি এবং আন্তর্জাতিক মুদ্রা লেনদেনের জটিলতা হ্রাস পাওয়ার কথাও তুলে ধরেন তিনি।

সিস্টেমেটিক ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে মানি এক্সচেঞ্জার ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও স্বচ্ছ ও নিরাপদ করা হয়েছে। বর্তমানে দেশে এক হাজার ৩১২টি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান এবংএক হাজার ২৪১টি নিবন্ধিত শাখা রয়েছে।

সিদ্দীকুল্লাহ খালিদ বলেন, ‘দা আফগানিস্তান ব্যাংক দেশের আর্থিক কাঠামোকে শক্তিশালী করতে পরিকল্পিত ও কার্যকর পদক্ষেপ নিয়ে এগিয়ে চলেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *