পিপলস নিউজ রিপোর্ট: আগামী ৫ আগস্ট জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। তিনি বলেছেন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্বাসনে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হলেও সরকারি চাকরিতে কোটার কোনো ব্যবস্থা রাখা হয়নি।
সোমবার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য গৃহীত পদক্ষেপ নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ফারুক ই আজম বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া প্রত্যেক পরিবারকে সঞ্চয়পত্র আকারে ৩০ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে ২০২৪–২৫ অর্থবছরে ৭৭২টি শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। এ বাবদ মোট ব্যয় হয়েছে ৭৭ কোটি ২০ লাখ টাকা।
তিনি আরও জানান, ‘ক’ শ্রেণির জুলাই যোদ্ধারা পাবেন ৫ লাখ টাকা। এর মধ্যে ইতিমধ্যে ২ লাখ টাকা করে দেওয়া হয়েছে। ‘খ’ শ্রেণির যোদ্ধাদের এককালীন ৩ লাখ টাকা এবং ‘গ’ শ্রেণির যোদ্ধাদের এককালীন ১ লাখ টাকা করে দেওয়া হচ্ছে।
এ ছাড়া প্রত্যেক শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা।