চিকিৎসকদের নীতি-নৈতিকতায় অটল থাকার আহ্বান

পিপলস নিউজ রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামী মেডিকেল বিভাগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ষান্মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর কাটাবন এইচআরএফ অফিসের কনফারেন্স হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, “একটি সুষ্ঠু ও জবাবদিহিমূলক নির্বাচন আজ সময়ের দাবি। চিকিৎসকরা সমাজের প্রভাবশালী শ্রেণি—তাদের সচেতনতা ও ভূমিকা সমাজ পরিবর্তনে অনস্বীকার্য।”

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, “ডাক্তার শুধু রোগীর চিকিৎসক নন, তিনি সমাজের পথপ্রদর্শকও। তাই মানবসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পেশাগত দায়িত্ব পালনে আপসহীন থাকতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী জোন–১-এর সহকারী পরিচালক অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন। অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও মেডিকেল বিভাগের সভাপতি চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. এমজি ফারুক হোসেন। সঞ্চালনা করেন নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *