গেল সপ্তাহে ডেঙ্গুতে ১৯ মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি ডিএসসিসির

পিপলস নিউজ রিপোর্ট: গেল সপ্তাহে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩২৬ জনে। তবে পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মাহমুদুল হাসান। যদিও তিনি জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর শনির আখড়ায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে অংশ নিয়ে তিনি বলেন, ‘জরিমানা কোনো সমাধান নয়, প্রয়োজন জনসচেতনতা। এডিস লার্ভা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।’ তিনি আরও জানান, আজকের অভিযানে ৪০০ পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন এবং খাল–নর্দমা পরিষ্কারসহ এ ধরনের কার্যক্রম নিয়মিত চলবে।

প্রসঙ্গত, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৬৬ জন। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৯ শতাংশ নারী।

গত শুক্রবার (১৪ নভেম্বর) ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। তবে বছরজুড়ে ডেঙ্গুতে মোট প্রাণহানি হয়েছে ৩২৬ জনের।

এর আগে ২০২৪ সালে জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন মোট এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *