গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৩২১

পিপলস নিউজ রিপোর্ট: দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ও অন্যজন বরিশাল বিভাগের বাসিন্দা। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২১ জন।

বুধবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ২৮৮ জন রোগী হাসপাতালে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১০ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ঢাকা বিভাগে ৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ৪৭ জন, খুলনায় ২৭ জন, ময়মনসিংহে ১০ জন, রাজশাহীতে ৫৭ জন, রংপুরে ২ জন এবং সিলেটে ১ জন রয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৯০৬ জন। তাদের মধ্যে ৫৮ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ২ শতাংশ নারী। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪ হাজার ৬০৫ জন। এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬০ জনের।

২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *