এনসিপি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ইশরাক

পিপলস নিউজ রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, “বাংলাদেশে এমন কোনো নির্বাচনি এলাকা নেই, যেখানে এনসিপির প্রার্থী জয়ী হতে পারে। এ কারণেই তারা পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে।”

রোববার (২০ জুলাই) রাতে রাজধানীর নয়াবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত এক মশাল মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে ইশরাক হোসেন আরও বলেন, “আজ জুলাই শহীদদের আত্মত্যাগ নিয়ে রাজনীতি করা হচ্ছে। শহীদরা জানতেন না, তাঁদের রক্ত কারও ক্ষমতার লোভ চরিতার্থ করতে ব্যবহৃত হবে।”তিনি অভিযোগ করেন, “প্রতিবারই কোনো ঘটনা ঘটলে এনসিপি-জামায়াত বিএনপিকে দায়ী করে। অথচ তারা নিজেরাই নির্বাচন বানচালের পরিকল্পনায় লিপ্ত। নানা অজুহাতে তারা এখন নির্বাচন পেছানোর ফন্দি আঁটছে।”

নয়াবাজার মোড় থেকে শুরু হয়ে মশাল মিছিলটি তাতীবাজার, গুলিস্তান, পল্টন হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বাকস্বাধীনতা মানে অন্যকে হেয় করা নয়

ইশরাক বলেন, “প্রত্যেক মানুষের ব্যক্তিগত বাকস্বাধীনতা আছে, কিন্তু সেই স্বাধীনতার মানে এই নয় যে আরেকজনকে হেয়প্রতিপন্ন করবেন। কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটওয়ারী যে ভাষা ব্যবহার করেছেন, তা শিষ্টাচারবহির্ভূত। তার ক্ষমা চাইতেই হবে, নতুবা জনগণ তাঁদের অবাঞ্ছিত ঘোষণা করবে।”

তিনি বলেন, “আজ তারেক রহমানের বিরুদ্ধে নানা কুৎসা রটানো হচ্ছে। অথচ জুলাই আন্দোলনের সময় তারই নেতৃত্বে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জীবন বাজি রেখেছিলেন। এনসিপি ও জামায়াতের কেউ তখন অগ্রভাগে ছিল না।”

মুরাদনগরে বিএনপির ওপর ‘চরম নিপীড়ন’

সমাবেশে ইশরাক অভিযোগ করেন, “মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার নেতৃত্বে একের পর এক খুনের ঘটনা ঘটছে। কিন্তু প্রতিটি হত্যাকাণ্ডেই যাচাই-বাছাই না করে দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর। অথচ যখন দেখা যায় অন্য রাজনৈতিক দলের সম্পৃক্ততা রয়েছে, তখন মিডিয়া চুপ করে যায়।”

তার ভাষ্য, “আজকে বিএনপির ওপর যে নিপীড়ন চলছে, তা আওয়ামী লীগ আমলেও হয়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *