এনবিআর কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর, দুর্নীতির অনুসন্ধানে তৎপর দুদক

পিপলস নিউজ রিপোর্ট: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি নানা কারণে আলোচনার কেন্দ্রে। কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর, কর্মবিরতি, আর দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান—সব মিলিয়ে সরকারের এই গুরুত্বপূর্ণ রাজস্ব আদায়ক প্রতিষ্ঠানটিকে ঘিরে তৈরি হয়েছে উত্তেজনাপূর্ণ পরিবেশ।

গত সপ্তাহের শুরুতে টানা দুদিন—শনিবার ও রবিবার—কর্মবিরতি পালন করেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে বন্ধ হয়ে যায় সরকারের রাজস্ব আদায় কার্যক্রম। স্থবির হয়ে পড়ে আমদানি-রপ্তানিও। ফলে ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয় ক্ষোভ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার নেয় কঠোর অবস্থান। ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় ২৯ জুন আন্দোলন প্রত্যাহার করেন এনবিআরের কর্মীরা।

তবে আন্দোলন শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই বড় পদক্ষেপ নেয় সরকার। গত বুধবার এনবিআরের চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। চট্টগ্রাম কাস্টমস কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একই সময় দুর্নীতির অভিযোগে তৎপর হয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই দফায় এনবিআরের মোট ১১ জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে প্রতিষ্ঠানটি।

রাজস্ব বিভাগের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও দুর্নীতির এই চিত্রে চাপে আছে প্রশাসন। তবে সরকার কঠোর বার্তা দিয়েছে—দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের আপস হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *