পিপলস নিউজ রিপোর্ট: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় এফ-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমানটি দুর্ঘটনায় পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আকাশে চক্কর দেওয়ার কিছু সময় পরই বিকট শব্দে বিমানটি স্কুল ভবনে আছড়ে পড়ে। মুহূর্তেই আগুন ধরে যায় এবং ব্যাপক বিস্ফোরণের শব্দ ছড়িয়ে পড়ে আশপাশে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬৮ জন। নিহতদের মধ্যে বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম রয়েছেন।আইএসপিআরের তথ্য অনুযায়ী, বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।
কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮ জন।জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন ৭০ জন; সেখানে মৃত্যু হয়েছে ২ জনের।সিএমএইচে মৃত্যু হয়েছে ১১ জনের, চিকিৎসাধীন আছেন ১৪ জন।কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে ২ জনের।
লুবনা জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে ২ জনের, চিকিৎসাধীন ১১ জন।
উত্তরা আধুনিক হাসপাতালে মৃত্যু ১ জনের, চিকিৎসাধীন ৬০ জন।
উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ১ জন।দুর্ঘটনার পর সন্ধ্যার দিকে ধ্বংসস্তূপের নিচ থেকে ১২ বছর বয়সী এক কিশোরের লাশ উদ্ধার করা হয়।
রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রাতে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা গেছেন। তাঁদের নাম:মাহারিন চৌধুরী (৪০) — মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। তিনি উত্তরার ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ১০ নম্বর বাড়ির বাসিন্দা মহিতুর রহমান চৌধুরীর মেয়ে।
আফনান ফাইয়াজ (১৪)আব্দুল্লাহ সামিন (১৪)আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।