পিপলস নিউজ রিপোর্ট: রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থল মাইলস্টোন কলেজ এলাকা। ফায়ার সার্ভিস ও পুলিশের একাধিক সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিমানটি কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে পড়ে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, “শুনেছি মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আমাদের দল ঘটনাস্থলে যাচ্ছে, বিস্তারিত পরে জানানো যাবে।”
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খান জানান, “দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের কাছে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ক্যানটিনের ছাদে গিয়ে পড়ে বিমানটি। বর্তমানে সেখানে আমাদের তিনটি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে।”
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং পরবর্তীতে উত্তরায় বিধ্বস্ত হয়।”
তবে তাৎক্ষণিকভাবে পাইলটের অবস্থা ও কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার ও তদন্ত কার্যক্রম চলছে।