বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সম্প্রতি ব্যাংকটি তাদের ট্রেড অপারেশনস, অপারেশনস বিভাগে ‘অফিসার টু অ্যাসোসিয়েট ম্যানেজার (এ-ও–পি-ও)’ পদে লোকবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, কতজন নেওয়া হবে সে সংখ্যা নির্দিষ্ট নয়। নিয়োগপ্রাপ্তদের ঢাকা ও চট্টগ্রাম শহরে কর্মস্থল নির্ধারিত থাকবে। এই পদে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে, পাশাপাশি মিলবে অন্যান্য সুবিধা—ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালার আলোকে।
যোগ্যতা যা লাগবে:-
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে।ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা নির্ধারিত নেই।
আবেদন প্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত পদ্ধতি ও তথ্য জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৭ জুলাই ২০২৫।