পিপলস নিউজ রিপোর্ট: অনলাইন জুয়া, প্রতারণা ও জালিয়াতির সঙ্গে যুক্তদের জন্য দুই বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা এক কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে সদ্য জারি হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সরকারের পক্ষ থেকে পাঠানো এক তথ্যবিবরণীতে এসব তথ্য জানানো হয়।
অধ্যাদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা সংস্থা যদি সাইবার স্পেসে জুয়ার উদ্দেশ্যে পোর্টাল, অ্যাপস বা যন্ত্র তৈরি বা পরিচালনা করে, খেলায় অংশ নেয়, সহায়তা করে কিংবা উৎসাহ দেয়—তাহলে সেটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
এছাড়া ফেসবুক, ইউটিউব, গুগল, টুইটার, টিকটক, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়ার প্রচার বা বিজ্ঞাপন দেওয়া কিংবা উৎসাহিত করাও অপরাধ হিসেবে বিবেচিত হবে।
অধ্যাদেশের ২০ নম্বর ধারা অনুযায়ী, এসব অপরাধের জন্য দোষী ব্যক্তি বা প্রতিষ্ঠানের সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
তথ্যবিবরণীতে আরও বলা হয়, অনলাইন জুয়া বন্ধে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত সব ধরনের গেটওয়ে, অ্যাপ্লিকেশন, লিংক, ওয়েবসাইট এবং বিজ্ঞাপন দ্রুত বন্ধ বা অপসারণে উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ ছাড়া জনগণকে জুয়া খেলায় অংশ না নেওয়া, সহায়তা না করা এবং প্রচারে জড়িত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকেও এ বিষয়ে সতর্ক ও সচেতন করা হচ্ছে।